যে বিলাপে আকাশ কাঁপে

যে বিলাপে বাতাস ভারি হয়, আকাশ কাঁপে—সেই বিলাপ দেখা গেল রাজধানীর হাতিরঝিল থানার সামনে।
ছবি: পলাশ খান

যে বিলাপে বাতাস ভারি হয়, আকাশ কাঁপে—সেই বিলাপ দেখা গেল রাজধানীর হাতিরঝিল থানার সামনে।

গতকাল শনিবার পুলিশ হেফাজতে মারা যান সুমন শেখ। চুরির অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। থানার ভেতরে তিনি 'আত্মহত্যা' করেন, দাবি পুলিশের। পরিবারের অভিযোগ—পুলিশ টাকা চেয়েছিল। অপারগ হওয়ায় তার ওপর নেমে আসে অত্যাচার।

স্বামীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংবাদে থানার সামনে মাটিতে পড়ে বিলাপ করছেন স্ত্রী জান্নাত।

ছবি: পলাশ খান

Comments