
রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন।
এদের মধ্যে এক জনের নাম ফাহিম (২০)। অন্য জনের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার সকাল ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ সংলগ্ন সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারার যান ফাহিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরেক জনের।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কোচ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মধুবাগ সংলগ্ন সেতু থেকে দ্রুতগতিতে নামার সময় মোটরসাইকেলটি সড়কদ্বীপে ধাক্কা খায়। এ অবস্থায় মোটরসাইকেলে থাকা ২ আরোহী ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান ফাহিম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে মৃত্যু হয় আরেক যুবকের।
Comments