সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান-এএমডির পদত্যাগ

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চেয়ারম্যান মো. মাহবুব উল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মো. ইয়াহিয়া নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।
মো. মাহবুব উল আলম (বামে) ও আবু রেজা মো. ইয়াহিয়া (ডানে)। ছবি: সংগৃহীত

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চেয়ারম্যান মো. মাহবুব উল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মো. ইয়াহিয়া নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।

মো. মাহবুব উল আলম এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আবাসন (প্রাইভেট) লিমিটেডের মনোনীত হিসেবে ব্যাংকটির একজন পরিচালক ছিলেন।

এসআইবিএলে যোগদানের আগে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে উপদেষ্টা এবং ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশের (আইবিবিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে আবু রেজা মো. ইয়াহিয়া আগে ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এসআইবিএল সূত্র জানায়, মাহবুব উল আলম ব্যাংকের বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান।

আর এএমডি আবু রেজা মো. ইয়াহিয়া রোববার থেকে ব্যাংকে অনুপস্থিত।

তবে পদত্যাগের বিষয়ে তাদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য জানতে এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমের সঙ্গে যোগাযোগ করা হলেও, মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে ঋণ অনুমোদন ও বিতরণ সংক্রান্ত ঘটনায় সম্প্রতি ব্যাংকটিকে নিয়ে গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হয়েছে।

উল্লেখ্য, এস আলম গ্রুপের এসআইবিএলে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার আছে।

Comments