ডিজিটাল ব্যাংক গঠনে আবেদনের সময় বাড়ল

ডিজিটাল ব্যাংক গঠনে আগ্রহীদের জন্য আবেদনের সময়সীমা আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক, ডিজিটাল ব্যাংক,
স্টার অনলাইন গ্রাফিক্স

ডিজিটাল ব্যাংক গঠনে আগ্রহীদের জন্য আবেদনের সময়সীমা আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'উদ্যোক্তাদের সঠিকভাবে আবেদনপত্র প্রস্তুত ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে আরও সময় দিতে বাংলাদেশ ব্যাংক এই সময়সীমা বাড়িয়েছে।'

এর আগে, চলতি বছরের ২১ জুন ডিজিটাল ব্যাংক গঠনে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছিল। তবে, এবার সেই সময় বাড়িয়ে ১৭ আগস্ট পর্যন্ত করা হলো।

বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক স্থাপনে ইচ্ছুকদের ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা এবং মূলধন স্পন্সরদের কাছ থেকে আসতে হবে। প্রত্যেক স্পন্সরের ন্যূনতম হোল্ডিং শেয়ার হবে ৫০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ডিজিটাল ব্যাংকগুলো ফিজিক্যাল কাউন্টারের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কোনো সেবা দিতে পারবে না এবং কোনো ফিজিক্যাল ইন্সট্রুমেন্ট ইস্যু করতে পারবে না।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

13h ago