নারী-শিক্ষার্থী-পর্যটকের জন্য প্রিপেইড কার্ড চালু করল ডাচ্-বাংলা ও মাস্টারকার্ড

ডাচ-বাংলা ব্যাংক, ডিবিবিএল, মাস্টারকার্ড, প্রিপেইড কার্ড,

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ও মাস্টারকার্ড যৌথভাবে নারী, শিক্ষার্থী ও পর্যটকদের প্রিপেইড কার্ড চালু করেছে।

নারীদের জন্য 'ফেমিনা কার্ড', শিক্ষার্থীদের জন্য 'ক্যাম্পাস কার্ড' ও পর্যটকদের জন্য 'ট্রাভেল বা ভ্রমণ কার্ড' চালু করেছে ব্যাংকটি।

ডাচ-বাংলা ব্যাংক জানিয়েছে, ইএমভি চিপ-সম্বলিত এই কার্ডগুলো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) ও টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবহারের মাধ্যমে নির্বিঘ্নভাবে সশরীরে (ফিজিক্যাল) ও স্পর্শহীনভাবে (কন্টাকলেস) নিরাপদে লেনদেন করা যাবে। এছাড়া, কার্ডহোল্ডাররা কার্ড-সংক্রান্ত সহায়তার জন্য যেকোনো সময় সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারবেন।      

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন বলেন, 'নতুন তিনটি প্রিপেইড কার্ড চালুর উদ্যোগ ডিবিবিএলের জন্য একটি মাইলফলক। মাস্টারকার্ডের মতো শীর্ষ পেমেন্ট সল্যুশন কোম্পানির সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা নারী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের কন্টাকলেস পেমেন্টের নতুন অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।'

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, 'ডাচ্–বাংলা ব্যাংককে সঙ্গে নিয়ে কার্ডহোল্ডারদের জন্য বিভিন্ন অফারের প্রিপেইড কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের লেনেদেন কার্যক্রম সহজ করে তোলা ও তাদের জন্য আকর্ষণীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করার কথা ভেবেই এই কার্ডগুলো ডিজাইন করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

31m ago