বিভিন্ন ব্যাংকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

আজ অর্ধ ডজন ব্যাংকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে
বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক,
ছবি: মেহেদী হাসান/স্টার

অবৈধ নিয়োগ বাতিল, অর্থ পাচার, অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক মালিকদের শাস্তি, বিগত কয়েক বছরে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে ফিরিয়ে আনার দাবিতে আজ অর্ধ ডজন ব্যাংকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংকসহ অর্ধ ডজন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দল দলে এসব ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

এর একদিন আগে কর্মকর্তাদের বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নরসহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তা কার্যালয় থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।

বিক্ষোভকারীরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাইদুর রহমানকে পদত্যাগে বাধ্য করেন।

তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ দাবি করেন।

এদিকে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চারজন ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, ব্যাংকিং উপদেষ্টা কার্যালয়ে অনুপস্থিত ছিলেন।

Comments