বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারেন আহসান এইচ মনসুর

আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংক,
আহসান এইচ মনসুর। ফাইল ফটো

বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

আজ মঙ্গলবার সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার চার দিনের মাথায় গত ৯ আগস্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ১৩তম গভর্নর হবেন।

বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, উচ্চ খেলাপি ঋণ, সুশাসনের অভাবসহ ব্যাংকিং খাতে অস্থিরতার মধ্যে আছে। সেই মুহূর্তে গভর্নরের দায়িত্ব পেতে যাচ্ছেন আহসান এইচ মনসুর।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago