চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে গভীর রাত পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

১ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।
CTG Map
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা।

মিডিয়া টেক্সটাইল লিমিটেড নামে একটি গার্মেন্টসের অন্তত ২ শতাধিক শ্রমিক মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে দেওয়ানহাট-অলংকার সড়কের মনসুরাবাদ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। ১ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন।'

'উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিস্তারিত জানা যাবে,' বলেন তিনি।

Comments