‘২৫ হাজার টাকার কম মজুরি দেশের গার্মেন্টস শ্রমিকরা মেনে নেবে না’

গার্মেন্ট শ্রমিক সংহতি
চট্টগ্রামে গার্মেন্ট শ্রমিক সংহতির মিছিল। ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করাসহ ৭ দাবিতে চট্টগ্রামে সমাবেশ করে গার্মেন্ট শ্রমিক সংহতি।

আজ শুক্রবার চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দেওয়ানহাট এলাকায় মিছিল করেন শ্রমিকরা।

সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, '৪০ লাখ শ্রমিকের এ শিল্প থেকে দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ ভাগ আসে। ২০২২-২০২৩ অর্থবছরে এ খাতে রপ্তানি ৪ হাজার ৬৯৯ কোটি ডলারে পৌঁছায় যা আগের বছরের তুলনায় ১০ ভাগ বেশি।'

'কিন্তু দুঃখের বিষয় মালিকের এ উন্নতির সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকের মজুরি বাড়েনি। দুর্দশাই শুধু বেড়ে চলেছে,' বলেন তিনি।

শ্রমিকদের এ অবস্থা কাটাতে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, '২৫ হাজার টাকার কম মজুরি দেশের গার্মেন্টস শ্রমিকরা মেনে নেবে না।'

বিশেষ অতিথির বক্তব্যে গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় উপদেষ্টা ও গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী বলেন, 'বেশিরভাগ গার্মেন্ট শ্রমিকের বয়স ১৮ থেকে ৩০ বছর, যারা কখনোই প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। ফলে ভোট-ভাত-স্বাস্থ্য-শিক্ষা-স্বাস্থ্যকর বাসস্থানসহ নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত।'

সংগঠনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক মিজানুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. সোহাগের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মির্জা আবুল বশর, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি চট্টগ্রাম জেলার আহ্বায়ক ডা. অপূর্ব নাথ, গার্মেন্ট শ্রমিক সংহতি কালুরঘাট শাখার আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Comments

The Daily Star  | English
political parties support election drive

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

15h ago