‘২৫ হাজার টাকার কম মজুরি দেশের গার্মেন্টস শ্রমিকরা মেনে নেবে না’

গার্মেন্ট শ্রমিক সংহতি
চট্টগ্রামে গার্মেন্ট শ্রমিক সংহতির মিছিল। ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করাসহ ৭ দাবিতে চট্টগ্রামে সমাবেশ করে গার্মেন্ট শ্রমিক সংহতি।

আজ শুক্রবার চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দেওয়ানহাট এলাকায় মিছিল করেন শ্রমিকরা।

সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, '৪০ লাখ শ্রমিকের এ শিল্প থেকে দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ ভাগ আসে। ২০২২-২০২৩ অর্থবছরে এ খাতে রপ্তানি ৪ হাজার ৬৯৯ কোটি ডলারে পৌঁছায় যা আগের বছরের তুলনায় ১০ ভাগ বেশি।'

'কিন্তু দুঃখের বিষয় মালিকের এ উন্নতির সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকের মজুরি বাড়েনি। দুর্দশাই শুধু বেড়ে চলেছে,' বলেন তিনি।

শ্রমিকদের এ অবস্থা কাটাতে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, '২৫ হাজার টাকার কম মজুরি দেশের গার্মেন্টস শ্রমিকরা মেনে নেবে না।'

বিশেষ অতিথির বক্তব্যে গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় উপদেষ্টা ও গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী বলেন, 'বেশিরভাগ গার্মেন্ট শ্রমিকের বয়স ১৮ থেকে ৩০ বছর, যারা কখনোই প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। ফলে ভোট-ভাত-স্বাস্থ্য-শিক্ষা-স্বাস্থ্যকর বাসস্থানসহ নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত।'

সংগঠনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক মিজানুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. সোহাগের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মির্জা আবুল বশর, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি চট্টগ্রাম জেলার আহ্বায়ক ডা. অপূর্ব নাথ, গার্মেন্ট শ্রমিক সংহতি কালুরঘাট শাখার আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

6h ago