ঝালকাঠি

ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন নারী গার্মেন্টসকর্মী

ঝালকাঠিতে ২ লাখ টাকা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন এক নারী গার্মেন্টসকর্মী। রোববার দুপুরে ঝালকাঠি প্রধান ডাকঘরে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে ২ লাখ টাকা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন এক নারী গার্মেন্টসকর্মী। রোববার দুপুরে ঝালকাঠি প্রধান ডাকঘরে এ ঘটনা ঘটে।

আটককৃত ঝন্টু শেখ বরিশালের কালিজিরা এলাকার আবু বকর শেখের ছেলে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুরে ডাকঘরের ভেতরে ছিনতাইকালে নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামের বাসিন্দা শারমিন আক্তার তাকে ধরে ফেলেন। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন বলে জানা গেছে।

শারমিন ২ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করতে ঝালকাঠি প্রধান ডাকঘরের দ্বিতীয় তলায় যান। এ সময় ওই ছিনতাইকারী শারমিনের ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। 

ঝালকাঠি প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার শাহ মো. সোহেল ডেইলি স্টারকে জানান, ছিনতাইকারী শারমিনের ব্যাগের চেইন খুলে ৩টি বান্ডিলে থাকা ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টের পেয়ে শারমিন ওই ছিনতাইকারীর গালে চড় মারে। এ সময় ছিনতাইকারী টাকার বান্ডিল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে শারমিন তার শার্টের কলার ধরে আটকের চেষ্টা করেন। শারমিনের ডাক-চিৎকারে পোস্ট অফিসের কর্মচারীরা ছিনতাইকারীকে আটক করে। 

পরে ওই ছিনতাইকারীরে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয় বলে জানান তিনি।

জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিলে ছিনতাইকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

আটককৃতের বিরুদ্ধে এর আগে ৬টি মামলা আছে বলে জানান তিনি।

Comments