শিল্পখাত

জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৩ প্রতিষ্ঠান

সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রিফাত গার্মেন্টস লিমিটেড পেয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন।

দেশের অর্থনীতিতে রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি ও উৎসাহ দিতে ৭৩টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দিয়েছে সরকার।

আজ বুধবার ৩২ শিল্পখাতের ৭৩ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২১ ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কারপ্রাপ্ত ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টি স্বর্ণ, ২৫টি রৌপ্য এবং ১৯টি ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। 

এছাড়া, সব খাতের মধ্যে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রিফাত গার্মেন্টস লিমিটেডকে বিশেষভাবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি' দেওয়া হয়েছে।

Comments