বাংলাদেশে তৈরি উন্নত প্রযুক্তির এলজি টিভি আনলো র‌্যানকন

র‌্যানকন ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক এলজি ইলেকট্রনিক্সের সঙ্গে অংশীদারিত্বে একটি কারখানা স্থাপন করেছে।
র‌্যানকন ইলেকট্রনিকস, স্মার্ট টিভি, এলজি, এলজি ইলেকট্রনিক্স, রোমো রউফ চৌধুরী,
গাজীপুরের র‍্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে র‍্যানকন ইলেকট্রনিক্সের এলজি উৎপাদন ফ্যাসিলিটি চালুর পর উপস্থিত অতিথিরা। ছবি: রাশেদ সুমন

র‌্যানকন ইলেকট্রনিকস বাংলাদেশের দ্রুত সম্প্রসারণশীল স্মার্ট টিভি বাজারে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে এলজি ব্র্যান্ডের উন্নত প্রযুক্তির টেলিভিশন উৎপাদন ও বিক্রি শুরু করছে।

র‌্যানকন ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক এলজি ইলেকট্রনিকসের সঙ্গে অংশীদারিত্বে একটি কারখানা স্থাপন করেছে। বাংলাদেশি গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নত, প্রিমিয়াম মানের স্মার্ট টিভি দেখার সুযোগ দিতে চায় এই যৌথ উদ্যোগ।

র‌্যানকনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন, 'এলজি একটি উন্নত ব্র্যান্ড এবং আমরা বাংলাদেশে এলজি ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। আমরা সর্বোচ্চ মানের পণ্য ও সেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশি গ্রাহকদের মধ্যে এলজিকে অত্যন্ত সাশ্রয়ী ব্র্যান্ড করে তুলতে সচেষ্ট থাকব।'

গতকাল গাজীপুরের ভবানীপুরে র‌্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে র‌্যানকন ইলেকট্রনিকসের এলজি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

এ সময় এলজি ইলেক্ট্রনিকসের এশিয়ার আঞ্চলিক সিইও জে সিউং কিম, সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক সাংহো চুন, বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক পিটার কো এবং র‍্যানকন হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম উপস্থিত ছিলেন।

রোমো রউফ চৌধুরী বলেন, 'আমরা, র‌্যানকন উচ্ছ্বসিত। এলজি লাইসেন্সের আওতায় এলজি টিভি উৎপাদনের উদ্বোধন ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।'

'এলজি একটি সুপরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ড এবং সবাই এলজি ব্র্যান্ড ও তাদের উৎপাদিত টিভির গুণমান সম্পর্কে অবগত।'

এলজির লাইসেন্সের আওতায় পণ্য উৎপাদনের অর্থ হলো বাংলাদেশে উৎপাদিত টিভিগুলোর বিশ্বের অন্য যেকোনো টিভির মতোই গুণমান বজায় থাকবে।

তিনি আরও বলেন, 'র‌্যানকনে আমরা প্রায় দশ বছর ধরে অন্যান্য ব্র্যান্ড এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের টিভি উৎপাদন করছি। এলজির সঙ্গে আমাদের অফিসিয়ালি সহযোগিতার পর থেকে একটি নতুন কারখানা ও নতুন উৎপাদন ফ্যাসিলিটি গড়ে তুলেছি।'

'সম্পূর্ণ ধুলাবালিমুক্ত পরিবেশে এখানে এলজি টিভি তৈরি হচ্ছে। এ ধরনের অত্যাধুনিক প্রক্রিয়া বজায় রাখতে, আমরা ফ্যাসিলিটিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছি। ফলে, আমদানি করা এলজি টিভি আর বাংলাদেশে উৎপাদিত টিভির মধ্যে কোনো পার্থক্য থাকবে না,' বলেন তিনি।

জে সিউং কিম বলেন, 'এলজি ইলেকট্রনিকস ক্রমবর্ধমানভাবে টিভি ব্যবসা সম্প্রসারণ, উত্পাদনে বৈচিত্র্য আনা ও সক্ষমতা বাড়ানোর সুযোগ খোঁজে।'

তিনি আরও বলেন, 'নতুন ফ্যাসিলিটি আমাদের এখানে গ্রাহকদের পছন্দকে গুরুত্ব দেওয়ার সুযোগ করে দেবে। এছাড়া স্থানীয় উত্পাদনে প্রযুক্তি স্থানান্তর সহজ হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।'

'আমরা র‌্যানকন গ্রুপের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বিষয়ে অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি, আমরা যৌথভাবে উৎপাদন খাতে নতুন মানদণ্ড স্থাপন করতে পারব এবং বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব,' যোগ করেন তিনি।

তিনি র‌্যানকনের প্রশংসা করে বলেন, তারা উৎপাদনে উৎকর্ষতার জন্য খ্যাতি অর্জন করেছে।

'তারা মিতসুবিশি ও সুজুকির মতো বিখ্যাত অটোমোটিভ ব্র্যান্ডের সঙ্গে কাজ করে। তারা হোম ইলেকট্রনিক্সের গুণমান ও নতুনত্ব আনতে প্রতিশ্রুতি দেখিয়েছে, যা সত্যিই চিত্তাকর্ষক।'

তিনি আরও বলেন, 'ইলেকট্রনিক্স বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা আছে। এজন্য আমরা এখানে আমাদের উপস্থিতি আরও বাড়াচ্ছি। গ্রাহকের কাছে আমাদের উদ্ভাবনী পণ্য সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'

এলজি ইলেক্ট্রনিক্সের আঞ্চলিক সিইও বলেন, র‌্যানকন ফ্যাসিলিটিতে এলজির ওএলইডি, ন্যানোসেল ও ইউএইচডি টিভি তৈরি হচ্ছে দেখে আমরা অনুপ্রাণিত।

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত র‌্যানকনের ৩২টি ব্যবসায়িক ইউনিট আছে। দেশের অন্যতম বৃহত্তম এই ব্যবসায়ী গ্রুপে চার হাজারের বেশি মানুষ কর্মরত। র‌্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাত লাখ বর্গফুট বিস্তৃত উত্পাদন ইউনিটগুলোতে মোটরসাইকেল, রেফ্রিজারেটর এবং টিভি উত্পাদন করা হয়।

রোমো রউফ চৌধুরী বলেন, 'আমরা শিগগিরই গাড়ি উৎপাদন শুরু করব।'

কমপ্লেক্সটিতে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে, যা ১ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এ থেকে বোঝা যায় র‌্যানকন গ্রিন ফ্যাক্টরি স্থাপনে অগ্রগামী।

তিনি বলেন, 'আমরা অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের লাইসেন্সের আওতায় পণ্য তৈরি করি এবং বাংলাদেশের ভোক্তাদের কাছে আমাদের প্রতিশ্রুতি হলো সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পণ্য সরবরাহ করা।'

এদিকে র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান র‌্যাংগস ইমার্ট দক্ষিণ কোরিয়ার এলজি ব্রান্ডের এলজি ওএলইডি সি৩ সিরিজের টিভি বাজারে এনেছে। রাজধানীর গুলশান-২ এর শোরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই টিভি বাজারে আনা হয়।

জে সিউং কিম বলেন, 'আমরা আমাদের তৈরি প্রতিটি পণ্যে গ্রাহকের পছন্দকে অগ্রাধিকার দিই। বরাবরের মতো এবারও আমরা নতুন নতুন ফিচার ও অত্যাধুনিক প্রযুক্তির এসব স্মার্ট টিভি বাজারে এনেছি। গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব বলে আশা করছি।'

নতুন মডেলগুলো হলো- ৬৫ ইঞ্চি ওএলইডি সি৩, ৫৫ ইঞ্চি ওএলইডি সি৩, ৫৫ ইঞ্চি কিউএনইডি৮০, ৭৫ ইঞ্চি ন্যানো৭৫, ৬৫ ইঞ্চি ন্যানো৭৫, ৫৫ ইঞ্চি ন্যানো৭৫, ৫৫ ইঞ্চি ন্যানো৭৫, ৫০ ইঞ্চি ন্যানো৭৫, ৪৩ ইঞ্চি ন্যানো৭৫ এবং ৪৩ ইঞ্চি ইউআর৮০৫০।

নতুন মডেলে আছে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারস, যার মাধ্যমে উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টি অর্জনে এলজির প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।

এছাড়াও র‌্যাংগস ই-মার্ট বিশ্বের বৃহত্তম ওএলইডি টিভি, এলজি ওএলইডি ৯৭ ইঞ্চি টেলিভিশন সরবরাহ করছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, নতুন মডেলগুলো গ্রাহকের জীবনকে সমৃদ্ধ করবে, তারা ঘরে বসে সেরা বিনোদন উপভোগ করতে পারবে।

র‌্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, 'ক্রেতাদের উচ্চমানসম্পন্ন ও উন্নত প্রযুক্তির পণ্য সরবরাহের প্রতিশ্রুতি অব্যাহত রেখে বাংলাদেশের বাজারে সর্বাধুনিক এলজি টিভি নিয়ে আসতে পেরে র‌্যাংগস ইমার্ট আনন্দিত।'

'আমার বিশ্বাস, নতুন মডেলের এই টিভি গ্রাহকদের সন্তুষ্ট করবে।'

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এলজি ইলেক্ট্রনিক্সের সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক সাংহো চুন, বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, র‍্যানকন হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, র‍্যানকন ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ইমরান জামান এবং র‍্যানকন ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান।

Comments

The Daily Star  | English

Public medical colleges: 86 doctors, 136 students punished since August 5

Over the last two months, at least 86 physicians and 136 students in eight public medical colleges and hospitals across the country have faced different punitive actions on various allegations, including “taking a stance against” the quota reform movement.

2h ago