বাংলাদেশে টিকটক টিভি অ্যাপ চালু

স্মার্ট টেলিভিশন ডিভাইসের জন্য টিকটক টিভি অ্যাপ চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিভি দেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এবং বড় পর্দায় জনপ্রিয় করতে অ্যাপটি তৈরি করা হয়েছে। টিকটকের 'ফর ইউ' ও 'ফলোয়িং' ফিড থেকে এতে টিকটকের কনটেন্ট দেখা যাবে।

এ ছাড়া ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট দিয়েও অ্যাপটিতে লগইন করা যাবে। 

টিকটক টিভি এখন বাংলাদেশে অ্যামাজন ফায়ার টিভি, গুগল টিভি, অ্যান্ড্রয়েড টিভি, ওএস ডিভাইস, এলজি স্মার্ট টিভি (২০১৮ ওয়েবওএস ৪.০) এবং নতুন মডেলের স্যামস্যাং স্মার্ট টিভিতে পাওয়া যাচ্ছে।
 

Comments

The Daily Star  | English

Bangladesh demands $4.52 billion in financial claims from Pakistan

"We raised the historical unsettled issues with Pakistan, including a formal public apology," says foreign secy

48m ago