শ্রমিক বিক্ষোভ

অবরোধ প্রত্যাহার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টিএনজেড গ্রুপ, গাজীপুর, শ্রমিক বিক্ষোভ,
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে আাসা দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে টানা তিন দিন টিএনজেড গ্রুপের পাঁচ কারখানা শ্রমিকের বিক্ষোভের পর ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ রোডের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তিনদিন পর যানচলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে আাসা দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। তবে রাস্তায় যাত্রী সংখ্যা বেশি ছিল।

চন্দনা চৌরাস্তায় দায়িত্বরত গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে  বলেন, 'গতকাল রাতে শ্রমিক/শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ প্রতিনিধি ও কারখানা প্রতিনিধির একটি সমঝোতা চুক্তি হয়েছে। ফলে চলমান সমস্যার সমাধান হয়েছে।'

সমঝোতা চুক্তিতে বলা হয়েছে, গাজীপুর জেলার টিএনজেড গ্রুপের পাঁচ কারখানার চলমান শ্রম অসন্তোষ নিষ্পত্তির লক্ষ্যে রাজধানীর শ্রম ভবনে ত্রি-পক্ষীয় সভা হয়েছে। ওই সভায় টিএনজেডের কারখানাগুলোর শ্রমিক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন আগামী ১৭ নভেম্বর পরিশোধ করা হবে এবং অক্টোবর মাসের বকেয়া বেতন আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে।

চুক্তিতে আরও বলা হয়েছে, গ্রুপের কারখানাগুলো কর্তৃপক্ষ দ্রুত চালু করবেন। সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরপরই শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ রোডের অবরোধ প্রত্যাহার করে নিবেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Khaleda Zia, accompanied by her two daughters-in-law Zubaida Rahman and Syeda Sharmila Rahman, is now on way to her Gulshan residence

2h ago