গ্যাসের দাম বাড়লে শিল্পকারখানা অকেজো হয়ে পড়বে, হুঁশিয়ারি ব্যবসায়ীদের

গ্যাসের দাম
অলঙ্করণ: আনোয়ার সোহেল/স্টার ডিজিটাল গ্রাফিক্স

বিতরণ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব মেনে গ্যাসের দাম বাড়ানো হলে দেশের শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হতে পারে ও দেশ আমদানি নির্ভর হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা।

গতকাল রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত সাশ্রয়ী দামে জ্বালানি ও শিল্প উৎপাদনে এর প্রভাব শীর্ষক সেমিনারে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

অনুষ্ঠানে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, 'গ্যাসের দাম দ্বিগুণ করার বিষয়ে সরকারের পরিকল্পনা পণ্যের উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দেবে। শিল্পকারখানাগুলোকে অপ্রতিযোগিতামূলক করার পাশাপাশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে।'

তার মতে, ইস্পাত, সিমেন্ট ও সিরামিকের মতো গুরুত্বপূর্ণ শিল্পখাত আমদানির ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। রিজার্ভের ওপর চাপ আরও বাড়বে। গ্যাসের দাম বেড়ে গেলে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যেতে পারে। খেলাপি ঋণ বেড়ে যেতে পারে। জ্বালানি খরচ বাড়লে বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও স্থানীয় ব্যবসা সম্প্রসারণও বাধাগ্রস্ত হবে।

তিনি জ্বালানির যৌক্তিক দাম নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল করতে কর্মকৌশলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ১৫০ শতাংশ ও কারখানা সম্প্রসারণ প্রকল্পে ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী।

তিনি নতুন শিল্পকে উত্সাহিত করার আগে বিদ্যমান শিল্পগুলোকে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'সাশ্রয়ী দামে গ্যাসের ওপর নির্ভর করে শিল্পকারখানা গড়ে তোলা হয়েছিল। ক্রমবর্ধমান জ্বালানি খরচ, উচ্চ সুদহার ও অতিরিক্ত কর কারখানাগুলোর টিকে থাকা কঠিন করে তুলছে।'

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল অতীতের সরকারের বিরুদ্ধে গ্যাস কেনায় অব্যবস্থাপনা ও সংকট সৃষ্টির অভিযোগ আনেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জ্বালানি সংকটের কথা স্বীকার করে এর জন্য বছরের পর বছর দেরিতে দাম সমন্বয় করাকে দায়ী করেছেন। সময়ের সঙ্গে ধীরে ধীরে জ্বালানির দাম সমন্বয় করা উচিত ছিল জানিয়ে তিনি বলেন, 'হঠাৎ করে দাম বাড়ানো হলে শিল্পকারখানার ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়।'

'গ্যাস দাম বাড়ানোর প্রস্তাব গ্যাস আইনের ৬ নম্বর ধারা লঙ্ঘন করেছে,' জানিয়ে আইনজীবী তানিম হুসেন শাওন বলেন, 'সরকার গ্যাস সংযোগের শ্রেণিবিন্যাস করলেও নতুন ও বিদ্যমান বিনিয়োগকারীদের জন্য আলাদা দাম নির্ধারণ করেনি।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা।

Comments

The Daily Star  | English

Complete polls preparations by December: Yunus

Asks to review if those who served as polling officers in past three elections shall not be assigned the same roles again

30m ago