বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে স্মোক সোয়েটারের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানা তেলিপাড়া এলাকা অবরোধ করেন শ্রমিকরা।
গাজীপুর ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-সহকারী পুলিশ কমিশনার অশোক কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুক হোসেন বলেন, শ্রমিকরা ঈদুল ফিতরের বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ আছে।
এ বিষয়ে জানতে স্মোক সোয়েটার ফ্যাক্টরির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Comments