চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে জ্বালানি তেলসহ আটক ৬

Ctg port
চট্টগ্রাম বন্দরের ফাইল ফটো

চট্টগ্রাম বহিঃনোঙরে ডিজেল, বৈদেশিক মুদ্রা ও সিগারেটসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

তাদের কাছ থেকে দেড় লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা, ৬৪০ লিটার ডিজেল, ১০০০ শলাকা বিদেশি সিগারেট, ৭টি মোবাইল সেট ও পাচারের কাজে ব্যবহার করা একটি স্পিড বোট জব্দ করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ বলেন, চট্টগ্রাম বহির্নোঙরে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোতে প্রয়োজনীয় রসদ সরবরাহ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত এজেন্সি।

কয়েকটি চক্র বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিভিন্ন বিদেশি জাহাজে রসদ, গ্যাস সিলিন্ডার, মোবাইল সিম কার্ড ও অন্যান্য পণ্য শুল্ক ফাঁকি দিয়ে পাচার করে আসছে। এর ফাঁকে প্রায়ই বিভিন্ন জাহাজে ছিঁচকে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটে, বলেন তিনি।

তিনি জানান, আজ শনিবার এমভি বিএও ওয়াইইউ জাহাজের পাশে একটি স্পিড বোট ধাওয়া করে আটক করা হয়। আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

1h ago