বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ২ দিন

বেনাপোল কাস্টমস হাউজ। ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামীকাল সোমবার ও মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

দুদেশের ব্যবসায়ী সংগঠনগুলো দুদিনের আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে, সোমবার বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

এ ছাড়া, বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দুদিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে।

বেনাপোল কাস্টমস সিঅ্যাণ্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান জানান, সোমবার ভারতে দোল পূর্ণিমা ও মঙ্গলবার বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধ থাকছে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দরের ডাইরেক্টর রেজাউল করিম জানান, ভারতে হোলি উৎসব ও বাংলাদেশে স্বাধীনতা দিবসের ছুটিতে সোমবার ও মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago