ভারতে ২ বছর কারাভোগের পর শিশুসহ ১৩ বাংলাদেশি দেশে ফিরেছে

সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে
যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ভারতে দুই বছর কারাভোগের পর চার শিশুসহ ১৩ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত এসেছে।

আজ সোমবার সকালে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

যারা ফেরত এসেছেন তাদের সবার বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলায়। 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম জানান, দালালরা অর্থের বিনিময়ে ভারতে ভালো কাজ দেয়ার কথা বলে তাদের গত আড়াই বছর আগে ভারতের কলকাতা শহরে নিয়ে যায়। পরে কলকাতার শিয়ালদাহ রেলস্টেশনে তাদের  ফেলে রেখে পালিয়ে যায় দালালরা। সেখান থেকে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের দুই বছরের সাজা দেয়। সাজার মেয়াদ শেষে কলকাতার মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশনের মাধ্যমে তাদের শেল্টার হোমে আশ্রয় দেওয়া হয়। আজ ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে তাদের হস্তান্তর করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

Comments