নিরাপত্তা হুমকি থাকায় চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম বন্ধ 

আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে কাস্টমস হাউজের কার্যক্রম বন্ধ করেন কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টমস হাউজ, সিঅ্যান্ডএফ,
ফাইল ছবি

নিরাপত্তার কারণ দেখিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে কাস্টমস হাউজের কার্যক্রম বন্ধ করেন কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার ফাইজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা, বেনাপোলসহ বিভিন্ন কাস্টমস অফিসে নিরাপত্তা হুমকি আছে। বিষয়টি আমরা সেনাবাহিনীকে অবহিত করেছি।'

'সেনাবাহিনীর একটি দল চট্টগ্রাম কাস্টমস হাউজ পরিদর্শন করে আজকের মতো কাস্টমস হাউজের কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দিয়েছে,' বলেন তিনি।

এসময় সিঅ্যান্ডএফ কর্মকর্তা-কর্মচারীদের কাস্টম হাউস থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা।

Comments