অর্থনীতি

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
bangladesh bank logo

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্যপণ্যের বৃদ্ধি পাওয়ায়, খাদ্য সংকটের আশঙ্কা আছে উল্লেখ করে আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে এ প্রকল্পের তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের এ স্কিমের আওতায় কৃষকরা কম সুদে ঋণ পাবেন। সুদের হার হবে ৪ শতাংশ।

এ তহবিল থেকে ব্যাংকগুলো শূন্য দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিত পারবে। এর ফলে ব্যাংকগুলো কৃষকদের ঋণ দিলে সাড়ে ৩ শতাংশ মুনাফা করবে।

ব্যাংকগুলো ক্রেডিট কার্ড ছাড়া অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ দিয়ে থাকে।

পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে ৩ মাসের বর্ধিত সময়সহ কৃষকদের ১৮ মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।

ধান, সবজি, ফল ও ফুল চাষ, মাছ ও হাঁস-মুরগি পালন, দুধ উৎপাদনসহ বিভিন্ন খাতে এ তহবিল ঋণ বিতরণ করা হবে।

ধান, সবজি, ফল ও ফুল চাষ করলে কোনো জামানত ছাড়াই ২ লাখ টাকা ঋণ পাওয়া যাবে।

তবে ঋণ খেলাপিদের কেউ এই প্রকল্প থেকে ঋণ নিতে পারবে না।

Comments