সর্বোচ্চ ভ্যাট দেওয়া ৯ প্রতিষ্ঠান পেল এনবিআরের পুরস্কার

ফাইল ছবি

২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট দেওয়া নয়টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট দেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

উৎপাদন খাতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড পুরস্কার জিতেছে।

সেবা খাতে পুরস্কার জিতেছে নগদ, বিকাশ ও আইএফআইসি ব্যাংক।

ট্রেডিং বিভাগে পুরস্কার পেয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এবং সুপার মার্কেট চেইন আগোরা ও ইউনিমার্ট।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম বলেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও গত দুই বছরে রাজস্ব আদায় বেড়েছে। আশা করছি, এ বছরও সেই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ কোনো সুখকর বিষয় নয়, কারণ এতে ব্যবসার গতি কমে যায় এবং সরকারের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হয়।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago