বাংলাদেশ ব্যাংক-আইএমএফ বৈঠক

ঋণের বিষয়ে কোনো আলোচনা হয়নি: কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে ঋণ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।
মেজবাউল হক
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে ঋণ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

আজ রোববার সকালে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের প্রতিনিধি দলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেজবাউল হক বলেন, 'আমাদের অর্থনীতি ব্যবস্থাপনায় কী কী চ্যালেঞ্জ আছে আমরা সেটা বলছি। বিকেলে যখন মুদ্রনীতি প্রকাশ করা হবে তখন আমারের চ্যালেঞ্জগুলোর আরও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে।'

এদিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ'র সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক শুরু হয়। ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাবের চূড়ান্ত আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এই বৈঠকটি সম্পূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। আইএমএফ ডিএমডি সফরে এসেছেন, সেই বৈঠক-কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বৈঠক না। আজকে ঋণ নিয়ে কোনো আলোচনা হয়নি। উনি এশিয়া সফর করছেন, অন্যান্য দেশেও গেছেন।'

Comments