মার্চে রপ্তানি আয় কমেছে ২.৪৯ শতাংশ

মার্চে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক শূন্য ২ বিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে আয় কম হয়েছে সাড়ে ৭ শতাংশ।
export_3sep21.jpg

উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনীতিতে মন্দায় পশ্চিমা দেশগুলোর বাজারে চাহিদা কমে যাওয়ায় রপ্তানি থেকে মার্চে বাংলাদেশের আয় ২ দশমিক ৪৯ শতাংশ কমে ৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার হয়েছে।

মার্চে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক শূন্য ২ বিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে আয় কম হয়েছে সাড়ে ৭ শতাংশ।

আজ রোববার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, গত বছরের মার্চে মার্চেন্ডাইজ শিপমেন্ট থেকে আয় হয়েছিল ৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ের মধ্যে সামগ্রিক আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়ে ৪১ দশমিক ৭২ বিলিয়ন ডলার হয়েছে।

Comments