রিজার্ভ কমে ৩৩.৮৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমেছে।
রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমেছে।

বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কাছে ৭১ মিলিয়ন ডলার বিক্রি করায় রিজার্ভ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আমদানি বিল পরিশোধ করতে ব্যাংকগুলোকে এই ডলার দেওয়া হয়েছে।

বিক্রির আগে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার।

চলতি বছরের জুলাইয়ের পর থেকে বাজারে ডলারের ঘাটতি মোকাবিলা করতে কেন্দ্রীয় ব্যাংক ৬ বিলিয়ন ডলার বিক্রি করেছে ব্যাংকগুলোর কাছে।

রপ্তানি আয় ও রেমিট্যান্সের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় দেশের বাজারে এ ঘাটতি তৈরি হয়েছিল।

Comments