মার্চে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স ২.০২ বিলিয়ন ডলার
ঈদুল ফিতর উপলক্ষে পরিবার-পরিজনের কাছে অর্থ পাঠানোয় গত মার্চে দেশে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চে দেশে ২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে, সেপ্টেম্বরে এসেছিল ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার এবং গত বছরের মার্চে এসেছিল ১ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাধারণত ঈদুল ফিতরের আগে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়।'
তিনি বলেন, 'দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাম্প্রতিক সময়ে চাপের সম্মুখীন হয়েছে, তাই রেমিট্যান্সের সর্বশেষ প্রবাহ অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার উভয়কেই সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পরিচালনায় সহায়তা করবে।'
Comments