বাংলাদেশে মাথাপিছু আয় ১ শতাংশ কমে ২৭৬৩ ডলার

‘চলতি অর্থবছরে অর্থনীতির প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩ শতাংশ হওয়ায় টাকার অংকে মাথাপিছু আয় বেড়েছে।’
প্রতীকী ছবি

মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ কমে ২ হাজার ৭৬৩ ডলারে দাঁড়িয়েছে। গত প্রায় ৮ বছরের মধ্যে প্রথম বারের মতো কমল বার্ষিক মাথাপিছু আয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবের বরাত দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার, যা ২০২১-২২ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭৯৩ ডলারে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, 'চলতি অর্থবছরে অর্থনীতির প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩ শতাংশ হওয়ায় টাকার অংকে মাথাপিছু আয় বেড়েছে।'

মাথাপিছু আয়ের প্রকৃত হিসাব প্রকাশ না করলেও অংকটি ২ হাজার ৮০০ ডলারের নিচে হবে বলে জানান তিনি।

Comments