বিনা প্রশ্নে কালো টাকা বৈধ করার সুযোগ নাও থাকতে পারে আগামী অর্থবছরে

আগামী অর্থবছরে বিনা প্রশ্নে কালো টাকা বৈধ করার সুযোগ নাও থাকতে পারে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এছাড়া কোনো সরকারি সংস্থার প্রশ্নের মুখোমুখি না হয়ে বিদেশে রক্ষিত সম্পদ দেশে ফিরিয়ে আনার সুযোগও ২০২৩-২৪ অর্থবছরে অব্যাহত না থাকার সম্ভাবনা আছে।

চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৭ শতাংশ কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দিয়েছিল। এই কর হার বাংলাদেশে ব্যক্তিগত করের ক্ষেত্রে প্রযোজ্য সর্বোচ্চ ২৫ শতাংশ কর হারের এক তৃতীয়াংশেরও কম।

এই নিয়ম অনুযায়ী, একজন করদাতা তার নগদ টাকা, ব্যাংক আমানত, ব্যাংক নোট, রূপান্তরযোগ্য সিকিউরিটিজ ও অন্যান্য উৎসের ওপর মাত্র ৭ শতাংশ কর দিয়ে রিটার্নে দেখাতে পারবেন। এই অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে স্থানান্তর করতে হবে এবং ব্যাংক স্বয়ংক্রিয় চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের কর কেটে নেবে।

এই সুবিধা দেওয়া হয়েছিল যেন বিদেশে রক্ষিত ও পাচার করা অর্থ মানুষ দেশে ফিরিয়ে আনতে উৎসাহী হন।

কিন্তু এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি স্টারকে জানান, এই সুবিধা দেওয়ার পরও তেমন সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, 'অফশোর ট্যাক্স অ্যামনেস্টি বিধানের অধীনে আমরা এখন পর্যন্ত কোনো ট্যাক্স পাইনি।'

আরও দুজন কর্মকর্তা একই তথ্য জানান। তারা বলেন, আগামী অর্থবছরে এই সুবিধা অব্যাহত থাকার সম্ভাবনা কম।

সংক্ষেপিত, পুরো প্রতিবেদনটি পড়ুন এই লিংকে https://www.thedailystar.net/business/economy/news/unquestioned-amnesty-black-money-may-not-continue-3323931

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago