পদ্মা মূল সেতু প্রকল্পের ব্যয় বাড়ছে প্রায় ১,১১৮ কোটি টাকা

পদ্মা সেতু। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

পদ্মা বহুমুখী সেতুর মূল সেতু প্রকল্পের ব্যয় ১ হাজার ১১৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৮০ টাকা বাড়ছে।

আজ বৃহস্পতিবার এই ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নতুন করে ১ হাজার ১১৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৮০ টাকা ব্যয় বাড়ানোয় মূল সেতু প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ালো প্রায় ১৩ হাজার ৬৫৮ কোটি টাকা। এর আগে মূল সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ১২ হাজার ১৩৩ কোটি টাকা।

পুরো প্রজেক্টের মোট ব্যয় ধরা হয় ৩০ হাজার ১৭৩ কোটি টাকা। পরে তা বাড়িয়ে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা করা হয়। এর মধ্যে চলতি বছরের মে পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২৮ হাজার ৭৬৬ কোটি টাকা।

চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি পদ্মা মূল সেতু প্রকল্পের কাজ করছে।

Comments

The Daily Star  | English

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

22m ago