সিএজি হিসেবে নিয়োগ পেলেন নুরুল ইসলাম

গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মো. নুরুল ইসলাম, সিএজি, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ,
মো. নুরুল ইসলাম । ছবি: সংগৃহীত

 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নুরুল ইসলাম।

গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মো. নুরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংবিধানের ১২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী- নুরুল ইসলাম দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে দায়িত্ব পালন করবেন। তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পারিশ্রমিক ও বিশেষ অধিকার) আইন-১৯৯৮ অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।

শপথ গ্রহণের পর সিএজি পদে নুরুল ইসলামের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বর্তমান সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী চাকরির মেয়াদ আজ শেষ হচ্ছে।

Comments