‘মৎস্য খাতের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল স্থাপনে প্রস্তুত সরকার’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের উৎকর্ষ সাধনে মৎস্য খাতের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে প্রস্তুত সরকার।
শ ম রেজাউল করিম, মৎস্য,
রাজধানীর এন ই সি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের উৎকর্ষ সাধনে মৎস্য খাতের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে প্রস্তুত সরকার।

আজ মঙ্গলবার রাজধানীর এন ই সি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'মৎস্য খাত সংশ্লিষ্ট সবাই যদি এ ব্যাপারে সম্মিলিতভাবে আবেদন করেন, সরকার এক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় সব সহযোগিতা করবে। তবে, এ ধরনের অর্থনৈতিক অঞ্চলের সাফল্য নির্ভর করে বেসরকারি খাতের উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত বিনিয়োগের ওপর।'

তিনি আরও বলেন, 'সরকার গভীর সমুদ্রে মৎস্য আহরণে উৎসাহ দিতে প্রকল্প হাতে নিয়েছে। মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে মাছের মাত্রাতিরিক্ত আহরণ নিরুৎসাহিত করতে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে।'  

Comments