১১ ডিসেম্বর ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দিতে পারে আইএমএফ: বাংলাদেশ ব্যাংক

দ্বিতীয় কিস্তিতে ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বাংলাদেশে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ, ডলার,
রয়টার্স ফাইল ফটো

আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি আগামী ১১ ডিসেম্বর অনুমোদন পেতে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় কিস্তিতে ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বাংলাদেশে।

আজ বৃহস্পতিবার আইএমএফের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর আইএমএফের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আমরা আশা করছি, ওই সভায় ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, আইএমএফের সঙ্গে আমরা সমঝোতায় আসতে পেরেছি। আমরা তাদের দুটো শর্ত পূরণ করতে পারিনি। তবে, বাকিগুলো পূরণ করতে পেরেছি। আমরা ওই দুটো শর্ত পূরণ করতে না পারার কারণ ব্যাখ্যা করেছি। আমাদের ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হয়েছে। 

Comments