নভেম্বরে প্রবাসী আয় বেড়েছে ২১ শতাংশ

মূলত ব্যাংকগুলো প্রবাসীদের কাছ থেকে বেশি হারে ডলার কেনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
নভেম্বরে প্রবাসী আয়

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে প্রবাসীরা ১ দশমিক ৯৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। মূলত ব্যাংকগুলো প্রবাসীদের কাছ থেকে বেশি হারে ডলার কেনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক মাস আগের তুলনায় নভেম্বরে প্রবাসী আয় ২ দশমিক ৪২ শতাংশ কমেছে।

এদিকে বৈদেশিক মুদ্রার ঘাটতি কাটাতে ও আমদানি বিল নিষ্পত্তিতে ব্যাংকগুলো মার্কিন ডলার কেনার হার বাড়িয়েছে।

অনেক ব্যাংক বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) নির্ধারিত হারের চেয়ে ডলারপ্রতি অন্তত ৫ থেকে ৬ টাকা বেশি দিচ্ছে।

গত বছর ১১ লাখ ৩৫ হাজারের বেশি বাংলাদেশি চাকরির জন্য দেশ ছেড়েছেন, যা তার বছরের ৬ লাখ ১৭ হাজারের চেয়ে প্রায় দ্বিগুণ।

সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডিতে লেনদেন বৃদ্ধি পাওয়ায় প্রবাসী আয়ের প্রবাহ আশানুরূপ হয়নি।

Comments