ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা

ঢাকায় পেঁয়াজের দাম কেজিতে ছাড়াল ২০০ টাকা

‘অন্তত ১০ বস্তা পেঁয়াজ কিনতে শ্যামবাজার পাইকারি বাজারে গিয়েছিলাম। কিন্তু সরবরাহ কম থাকায় মাত্র তিন বস্তা কিনতে পেরেছি।’
পেঁয়াজের দাম
বাজারে চাহিদা অনুযায়ী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ঢাকার খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

আজ শনিবার রাজধানীর অন্যতম বৃহৎ বাজার কারওয়ান বাজারে খুচরা বিক্রেতারা দেশি পেঁয়াজ বিক্রি করছেন ২০৪ টাকা কেজি দরে। গত বৃহস্পতিবার তা ছিল ১৩০ টাকা কেজি।

ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০ টাকা।

গতকাল শুক্রবার ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে প্রতিবেশী দেশটি।

কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা বাড়ানোর পর দেশে পেঁয়াজের দাম বেড়েছে।'

এ ছাড়াও, স্থানীয় বাজারে চাহিদা অনুযায়ী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানান তিনি।

তিনি আরও বলেন, 'অন্তত ১০ বস্তা পেঁয়াজ কিনতে শ্যামবাজার পাইকারি বাজারে গিয়েছিলাম। কিন্তু সরবরাহ কম থাকায় মাত্র তিন বস্তা কিনতে পেরেছি।'

শ্যামবাজার পেঁয়াজ পাইকার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ ডেইলি স্টারকে বলেন, 'ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা বেড়ে যাওয়ায় দেশের বাজারে এর বড় প্রভাব পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিও পেঁয়াজের দামে প্রভাব ফেলেছে।'

তার মতে, সরবরাহ কমে যাওয়া দেশে পেঁয়াজের দাম বাড়ার আরেকটি কারণ।

Comments