ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১.২৪ শতাংশ

তৈরি পোশাক
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি এক দশমিক ২৪ শতাংশ কমে এক হাজার ১৩৬ কোটি ডলারে দাঁড়িয়েছে।

গত বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানায়।

পশ্চিমের খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর দোকানে পোশাক মজুত থাকায় ও ক্রেতারা উচ্চ মূল্যস্ফীতিতে ভোগায় গত বছর পোশাক রপ্তানি কম হয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর দেওয়া তথ্যের বরাত দিয়ে ইপিবি আরও জানায়—স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড ও পোল্যান্ডসহ ইইউয়ের প্রধান বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ওই সময়ে বেড়েছে।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় রপ্তানি বাজার জার্মানিতে পোশাক রপ্তানি ১৭ শতাংশ কমে ২৮৬ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ইপিবির তথ্যে আরও জানা যায়, ইতালিতে পোশাক রপ্তানি কমেছে তিন দশমিক ৮৯ শতাংশ।

ইইউসহ বাংলাদেশের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি অর্থবছরের প্রথম ছয় মাসে পাঁচ দশমিক ৬৯ শতাংশ কমে ৪০৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কানাডায় তৈরি পোশাক রপ্তানি চার শতাংশ বেড়ে ৭৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি দুই দশমিক ৭১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি।

বিজিএমইএ বলছে, গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ১২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৪৫৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে।

ইপিবির তথ্য আরও বলছে—ভারতে পোশাক রপ্তানি কমেছে ১৭ দশমিক ২৭ শতাংশ।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago