৬ মাসে বেক্সিমকোর পণ্য বিক্রি কমেছে আড়াই হাজার কোটি টাকা

বেক্সিমকো

রপ্তানি ও অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশি শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেডের পণ্যের বিক্রি কমেছে ৬৪ শতাংশ বা আড়াই হাজার কোটি টাকা।

ট্রেডিং, টেক্সটাইল, ডেনিম, নিটিং, আইটি, ফিশারিজ ও রিয়েল এস্টেটসহ বেশ কয়েকটি খাতের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৩ সালের শেষ ছয় মাসে এক হাজার ৪৪১ কোটি টাকার পণ্য বিক্রি করেছে।

প্রতিবেদন অনুসারে, একই সময়ে ডলার সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির খরচও বেড়েছে।

২০২৩ সালের শেষ ছয় মাসে প্রতিষ্ঠানটির মুনাফা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৯৯ দশমিক ছয় শতাংশ কমে দুই কোটি টাকায় দাঁড়িয়েছে।

গত ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় সাত টাকা ৩৫ পয়সা থেকে কমে শূন্য তিন পয়সায় নেমে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'খরচ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির বিক্রি কমে গেছে।'

কাঁচামালের দাম বেশি থাকায় চলতি অর্থবছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির খরচ বেড়েছে মোট আয়ের ৭৬ শতাংশ। এটি আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৯ শতাংশ।

এতে আরও বলা হয়, একই সময়ে প্রতিষ্ঠানটির আর্থিক খরচ ২০২২-২৩ অর্থবছরের ৩৪৮ কোটি টাকা থেকে কমে ২০২৩-২৪ অর্থবছরে ২৬৭ কোটি টাকায় নেমে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার বেক্সিমকোর শেয়ারের দাম ১১৫ টাকা ছয় পয়সা অপরিবর্তিত ছিল।

গত বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

2h ago