ভারতীয় পেঁয়াজের প্রথম চালান আসছে আজ রাতে: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ খুচরা পর্যায়ে ৪০ টাকা দরে বিক্রি হবে বলেও জানান তিনি।
ভারতীয় পেঁয়াজ
বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে টাস্কফোর্সের অংশীদারদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: স্টার

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারতীয় পেঁয়াজের প্রথম চালান আজ রাতের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ খুচরা পর্যায়ে ৪০ টাকা দরে বিক্রি হবে বলেও জানান তিনি।

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে টাস্কফোর্সের অংশীদারদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিবেশী দেশ থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে প্রথম চালানে ট্রেনে করে ১ হাজার ৬৫০ টন আসবে।

ঢাকা ও চট্টগ্রামে নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে দু'দিনের মধ্যে আমদানি করা পেঁয়াজ বিক্রি শুরু হবে।

তিনি আরও বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় বর্তমানে ভারত থেকে চিনি আমদানির প্রয়োজন নেই।

Comments