পেঁয়াজের দাম বেড়ে একদিনে ২০০ টাকা কীভাবে হয়, বাণিজ্য সচিবের প্রশ্ন

পেঁয়াজের দাম বৃদ্ধি, পেঁয়াজ, পেঁয়াজ আমদানি, বাংলাদেশে পেঁয়াজের দাম, পেঁয়াজ রপ্তানি বন্ধ,
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। ছবি: মো. আসাদুজ্জামান

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ব্যবসায়ীদের সমালোচনা করে বলেছেন, পেঁয়াজের দাম হঠাৎ করে ৭০ থেকে ৮০ টাকা বেড়েছে, এটা ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়।

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'ব্যবসায়ীদের বুঝতে হবে, এই দেশের জনগণেল জন্য তাদের ব্যবসা। অবশ্যই তারা লাভ করবেন, লাভ ছাড়া কেউ ব্যবসা করবেন না। অথচ যে পণ্য কাল পর্যন্ত ১০০ টাকায় কিনে ১২০ টাকায় বিক্রি করছিলেন, সেই পণ্য একদিনে ২০০ টাকা কীভাবে হয়ে যায়?'

'ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করেছে। এজন্য পরের দিনই এই পরিমাণ দাম বাড়তে পারে না। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও এটা দেখা যায়। যখনই রপ্তানি বন্ধ থাকে, অনেক ব্যবসায়ী তখন সুযোগ নিয়ে থাকেন,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

5h ago