সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করা হবে, বিবিসিকে গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংক,
আহসান এইচ মনসুর। ফাইল ফটো

আগামী দু'একদিনের মধ্যে সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন।

বর্তমানে দেশে সুদের হার ৮ দশমিক ৫ শতাংশ।

আহসান এইচ মনসুর বিবিসিকে আরও বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী মাসগুলোতে তিনি এই হার আরও বাড়িয়ে ১০ শতাংশ বা তারও বেশি করতে পারেন।

এ বছরের জুলাইয়ে দেশের খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশে পৌঁছেছে, যা ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ এবং মধ্য ও নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছেন। ঠিক তখনই সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন নবনিযুক্ত গভর্নর।

এর আগে গত ৮ মে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলেও মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণ দেখা যায়নি।

Comments