আগস্টে মূল্যস্ফীতি কমে ১০.৪৯ শতাংশ

মূল্যস্ফীতি
আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ। ছবি: স্টার ফাইল ফটো

গত আগস্টে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশে। গত জুলাইয়ে তা ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।

আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ। জুলাইয়ে তা ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি জুলাইয়ের নয় দশমিক ৬৮ শতাংশ থেকে সামান্য বেড়ে আগস্টে নয় দশমিক ৭৪ শতাংশ হয়েছে বলে জানিয়েছে বিবিএস।

একই সময়ে অদক্ষ শ্রমিকদের মজুরি সাত দশমিক ৯৩ শতাংশ থেকে সামান্য বেড়ে সাত দশমিক ৯৬ শতাংশ হয়েছে।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran’s Araghchi says US attack will have ‘everlasting consequences’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

2h ago