ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি তারিক আমিন ভুঁইয়ার পদত্যাগ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া পদত্যাগ করেছেন।
তারিক আমিন ভুঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার তিনি সংস্থাটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে ডিএসই'র এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, '১৩ মাস আগে যোগদানের পর স্বাধীনভাবে কাজ করতে পারেননি বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তারিক আমিন ভুঁইয়া।'

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তারিক আমিন ভুঁইয়ার মন্তব্য পাওয়া যায়নি। 

২০২১ সালের জুলাইয়ে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদান করেন। 

Comments