ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজার ঊর্ধ্বমুখী
ঊর্ধ্বমুখী সূচক নিয়ে দিন শুরু করেছে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে পুঁজিবাজার।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে হয় ৬ হাজার ৩২৬।
একই সময়ে লেনদেন দাঁড়ায় ৫১২ কোটি টাকা। শেয়ারের দাম বেড়েছে ১৩৬ প্রতিষ্ঠানের, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ১৬৬টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৬৬৪।
সেখানে শেয়ারের দাম বেড়েছে ৬৪ প্রতিষ্ঠানের, কমেছে ৩০টির ও অপরিবর্তিত আছে ৬২টির।
দুপুর ১টা ৯ মিনিটে লেনদেন দাঁড়ায় ৩০১ কোটি টাকায়।
Comments