কারখানা নির্মাণে রাইট শেয়ারের মাধ্যমে ৩৭৫ কোটি টাকা সংগ্রহ করবে বার্জার

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বার্জারের তৃতীয় কারখানার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮১৩ কোটি টাকা।
বার্জার পেইন্টস, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, শেয়ারবাজার, রাইট শেয়ার, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড,

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে তৃতীয় কারখানা নির্মাণে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৩৭৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে।

বার্জার পেইন্টস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক নথিতে জানিয়েছে- কোম্পানিটি ২,৭২৮,১১১টি সাধারণ শেয়ার ইস্যু করে এই অর্থ সংগ্রহ করতে চায়। এর মধ্যে ২,৫৯১,৬৯১টি শেয়ার জেএন্ডএন ইনভেস্টমেন্টসকে (এশিয়া) অফার করা হবে, যা মোট শেয়ারের ৯৫ শতাংশ।

প্রতিটি শেয়ারের মূল্য হবে ১ হাজার ৩৬৬ টাকা, যার মধ্যে প্রিমিয়াম আছে ১ হাজার ৩৭৬ টাকা। আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বার্জারের তৃতীয় কারখানার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮১৩ কোটি টাকা। ২০২৬ সালের এপ্রিলে কেন্দ্রটির উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Women MPs in reserved seats: How empowered are they really?

Fifty-two years ago, a provision was included in the constitution to reserve seats for women in parliament for a greater representation of women in the legislative body.

8h ago