সত্য ঘটনা অবলম্বনে তৈরি ওয়েব ফিল্মে আফজাল হোসেন

ক্রাইম-থ্রিলার ধাঁচের এই ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে।
আফজাল হোসেন। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম 'বাবা, সামওয়ান ফলোয়িং মি'তে।

ক্রাইম-থ্রিলার ধাঁচের এই ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। সেখানে আফজাল হোসেনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। আরও আছেন খায়রুল বাসার।

শিহাব শাহীন জানান, এই ওয়েব ফিল্মটি নির্মিত হবে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়া থাকেন। একদিন তিনি তার বাবাকে ফোন দিয়ে বলে, 'বাবা, সামওয়ান ফলোয়িং মি'। সেই বিষয়কে নিয়েই সিনেমাটির গল্প।

তিনি বলেন, 'এর মাধ্যমে আফজাল ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আগামী ১৭ আগস্ট থেকে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে অস্ট্রেলিয়াতে। বাকি অংশের শুটিং হবে বাংলাদেশ।'

সর্বশেষ শিহাব শাহীন নির্মিত 'মাইশেলফ অ্যালেন স্বপন' দর্শকপ্রিয়তা পেয়েছে।

Comments