ওটিটিতে আসছে সুপারহিট কে-ড্রামা ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’

ডিসেন্ডেন্টস অব দ্য সানের একটি ‍দৃশ্য। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় কোরিয়ান সুপারহিট ধারাবাহিক 'ডিসেন্ডেন্টস অব দ্য সান' এবার বাংলায় দেখা যাবে। আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দর্শকরা অফিসিয়াল বাংলা ডাবিং দেখতে পাবেন।

বাংলাদেশের 'ভিউজ এন্ড ভিশন্স'-এর পরিবেশনায় ও খালিদ হোসাইন অভির নির্দেশনায় নির্মিত হয়েছে এই ডাব ভার্সন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে কোরিয়ান ড্রামার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রেক্ষাপটে এ আয়োজন। বাংলা ভাষায় ডাব করা কোনো কোরিয়ান সিরিজ এবারই প্রথম দেখা যাবে।

'ডিসেন্ডেন্টস অফ দ্য সান' দক্ষিণ কোরিয়ার আলফা টিমের ক্যাপ্টেন ইউ সি-জিন (সং জুং-কি) এবং সার্জন কাং মো-ইয়েনের (সং হাই-কিও) প্রেম ও দায়িত্ববোধের গল্প। যুদ্ধবিধ্বস্ত কাল্পনিক দেশ উরুকে কেন্দ্র করে এগিয়ে চলে নাটকীয় প্রেম, আত্মত্যাগ, বন্ধুত্ব আর মানবিকতার কাহিনি। সুন্দর লোকেশন, চমৎকার চিত্রনাট্য ও প্রাণবন্ত চরিত্রায়ন এই সিরিজকে করে তুলেছে সময়ের অন্যতম জনপ্রিয় কনটেন্ট।

বাংলা ডাব ভার্সনে কণ্ঠ দিয়েছেন ইরফান সাজ্জাদ, মিথিলা, এ বি এম সুমন, শারমিন জোহা শশী, শ্যামল মাওলা, আরিক আনাম খানসহ এক ঝাঁক তারকা শিল্পী। নির্দেশক খালিদ হোসাইন অভি জানান, 'শুধু অনুবাদ নয়, অনুভূতি বজায় রেখে ভাবানুবাদ করেছি, যেন দর্শকদের কাছে স্বতঃস্ফূর্ত লাগে।'

ডিসেন্ডেন্টস অফ দ্য সান শুধু প্রেমের গল্প নয়—এটি সাহস, ত্যাগ, দেশপ্রেম ও বন্ধুত্বের অনুপম এক উপাখ্যান।

Comments

The Daily Star  | English

Israel wants to take control of all of Gaza: Netanyahu

The Israel PM says Israel intends to take military control of all of Gaza and will eventually hand it over to armed forces

1h ago