শিশুতোষ চলচ্চিত্রে ইমন ও মিথিলা

শাহরিয়ার কবিরের লেখা 'নুলিয়াছড়ির সোনার পাহাড়' অবলম্বনে নির্মিত শিশুতোষ চলচ্চিত্রে কাজ করবেন চিত্রনায়ক ইমন। এই সিনেমায় আগেই চুক্তিবদ্ধ হয়ে আছেন রাফিয়াথ রশীদ মিথিলা। 
মিথিলা ও ইমন। ছবি: সংগৃহীত

শাহরিয়ার কবিরের লেখা 'নুলিয়াছড়ির সোনার পাহাড়' অবলম্বনে নির্মিত শিশুতোষ চলচ্চিত্রে কাজ করবেন চিত্রনায়ক ইমন। এই সিনেমায় আগেই চুক্তিবদ্ধ হয়ে আছেন রাফিয়াথ রশীদ মিথিলা। 

২০২০-২১ সালের সরকারি অনুদানপ্রাপ্ত শিশুতোষ সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন। সহ-প্রযোজনায় আছেন মেঘলা ইসলাম। 

সিনেমায় আরও অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাতসহ অনেকেই।

এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে নায়ক ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই  প্রথম সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছি। এটি শিশুতোষ চলচ্চিত্র। মেজর জাহিদ চরিত্রে অভিনয় করছি আমি।'

'আগামী ২৮ অক্টোবর থেকে চট্টগ্রামে শুটিং করব সিনেমাটার,' বলেন তিনি। 

পরিচালক লুবনা শারমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুতোষ এই সিনেমায় মিথিলাকে পেয়ে আমরা আনন্দিত। প্রখ্যাত লেখক শাহরিয়ার কবিরের বিখ্যাত ছোটদের উপন্যাস থেকে সিনেমাটি নির্মিত হচ্ছে।'

Comments