মোশাররফ করিমের সঙ্গে এক ঝাঁক অভিনেত্রী

ওটিপি প্লাটফর্ম হইচইয়ে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ 'বোহেমিয়ান ঘোড়া'। কমেডি ঘরানার এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাকে ট্রাকচালক আব্বাস চরিত্রে দেখা যাবে।

মোশাররফ করিম বলেন, 'অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের, তাই এই সিরিজ নিয়ে প্রত্যাশা অনেক। দর্শক বোহেমিয়ান ঘোড়াতে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।'

পুরো সিরিজে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনেত্রী। সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুনা খানকে। অন্যদিকে বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, সিরিজে তাকে বিপরীত চরিত্রে দেখা যাবে।

মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। ফারহানা হামিদের চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান—যা দর্শকদের ছুঁয়ে যাবে।

এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

জানতে চাইলে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, 'বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সঙ্গে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।'

'যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Curfew in Gopalganj from 8:00pm

It will be in effect until 6:00pm tomorrow

31m ago