আসছে ব্লেন্ডার’স চয়েস–ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডের ৪র্থ আসর

ব্লেন্ডার’স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লেন্ডার'স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪।

বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের স্থানীয় ও বৈশ্বিক অবস্থানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন।

আজ মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি স্টার ভবনে এক সংবাদ সম্মেলনে ব্লেন্ডার'স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪ এর ঘোষণা দেওয়া হয়।   

এসময় বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুণ্ডু।

ব্লেন্ডার’স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

বক্তারা আগামী আয়োজন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তারা জানান, পুরস্কার দেওয়া হবে ২৯টি স্বতন্ত্র বিভাগে। 

চলচ্চিত্র, নাটক ও সিরিজে 'পপুলার চয়েস' ক্যাটাগরিতে ৯টি বিভাগ, মিউজিকে ৪টি বিভাগ, সমালোচকদের বিচারে ১২টি বিভাগে এবং কনটেন্ট নির্মাতাদের ক্ষেত্রে ৩টি বিভাগ ও সম্পূর্ণ দর্শক ভোটে নির্বাচিত একটি পিপল'স চয়েস অ্যাওয়ার্ড দেওয়া হবে।

এই ক্যাটাগরিগুলোতে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন জুলাই ২০ তারিখ।

বিভিন্ন ফরম্যাট, প্ল্যাটফর্ম ও ঘরানার এই বিস্তৃত পরিসরে স্বীকৃতি দেওয়া হবে নবাগত ও অভিজ্ঞ সবার কাজকেই।

ব্লেন্ডার'স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের সংবাদ সম্মেলনের উপস্থাপনায় ছিলেন নাজিবা বাশার। 

তারকাশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন - আজমেরি হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, ইয়াশ রোহান, অদিতি রহমান দোলা, জাহিদ নীরব, মাশা ইসলাম, দেবশ্রী অন্তরা, পার্থ শেখ, সারিকা সাবাহ, পারশা মাহজাবীন পূর্ণী প্রমুখ।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago