রূপন চৌধুরীর সঙ্গীতায়োজনে ‘তুমি বোঝ কি বোঝ না’ অ্যালবাম ইউটিউবে

রূপন চৌধুরীর সঙ্গীতায়োজনে ৬টি গান নিয়ে ‘তুমি বোঝ কি বোঝ না’ অ্যালবাম প্রকাশ পেয়েছে। গানগুলো গেয়েছেন অর্জুন কুমার।
স্টুডিও পটমঞ্জরীতে রূপন চৌধুরী। ছবি: সংগৃহীত

রূপন চৌধুরীর সঙ্গীতায়োজনে ৬টি গান নিয়ে 'তুমি বোঝ কি বোঝ না' অ্যালবাম প্রকাশ পেয়েছে। গানগুলো গেয়েছেন অর্জুন কুমার।

স্টুডিও পটমঞ্জরীতে গানগুলোর রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছেন রূপন চৌধুরী।

গানগুলোর কথা ও সুর অর্জুন কুমারের, বাঁশি বাজিয়েছেন প্রান্ত ও রানা, বেহালা বাজিয়েছেন সেলিম আহমেদ, ইলেকট্রিক গিটারে ছিলেন আশিক ও রূপন চৌধুরী এবং কি বোর্ড, বেজ ও নাইলন স্ট্রিং গিটার বাজিয়েছেন রূপন চৌধুরী।

অ্যালবাম প্রকাশ সম্পর্কে রূপন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ক্যাসেট ও সিডির যুগ শেষ হওয়ার পর অ্যালবাম বের করা অনেকটাই বন্ধ হয়ে গেছে। সিঙ্গেল গান রিলিজ দেওয়ার দিকেই বেশি আগ্রহ শিল্পীদের। এ কারণেই অ্যালবাম প্রকাশের একটা দুঃসাহস করলাম। আশা করি ভালো ফলাফল আসবে।' 

‘অর্জুন কুমার’ ইউটিউব চ্যানেলে অ্যালবামটি প্রকাশ পেয়েছে। ছবি: সংগৃহীত

তুমি বোঝ কি বোঝ না, পাশ ফিরে কেন দেখো, অল্প কিছু সময় তুমি, ঝিরি ঝিরি বৃষ্টিতে, পাগল পাগল এ মন, তোমার পরশে আমি শিরোনামে গানগুলো 'অর্জুন কুমার' ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

Comments