চট্টগ্রামে ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত সম্মেলন’ শুরু আগামীকাল

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত সম্মেলনের পোস্টার। ছবি: সংগৃহীত

সংগীত মনিষী আমীর খসরুর স্মরণে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে '২৮তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ২০২৫'। 

আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এ সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন উপমহাদেশখ্যাত বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। উদ্বোধনের পর সন্ধ্যা সাড়ে ৬টায় উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় অধিবেশন।

সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার সকালে তৃতীয় পর্বের 'প্রভাতী অধিবেশন' অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় কিশোর-কিশোরী শিল্পীদের পরিবেশনায় উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান পরিবেশিত হবে। 

এরপর সকাল সাড়ে ১০টায় চতুর্থ অধিবেশনে থাকবে বিশেষ সেমিনার, যার বিষয়বস্তু 'তবলার বোল বাণী শিক্ষার সাথে লয় সাধনার গুরুত্ব'।

সম্মেলনের পঞ্চম ও অন্তিম অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৬টায়। শিল্পী রিয়াজ ওয়ায়েজ এই পর্বের উদ্বোধন করবেন।

এ সংগীত সম্মেলনে দেশের নানা প্রান্ত থেকে আগত প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীত শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন—মোহন বীণায় দোলন কানুনগো, কণ্ঠ সংগীতে মো. খালেদ লতিফ, শায়লা তাসমিন, ড. সুশান্ত কুমার সরকার, প্রমিত বড়ুয়া, ফাল্গুনী বড়ুয়া অলি, হৃষিতা মল্লিক, ও আনন্দী সেন। যন্ত্র সংগীতে থাকবেন সেতারে জয়দীপ ভঞ্জ চৌধুরী, বেহালায় শ্যামল চন্দ্র দাশ, তানপুরায় মীর মো. এনায়েত উল্লাহ সানি, এবং তবলায় সমীর আচার্য, রাজিব চক্রবর্তী, সুরজিৎ সেন, সঞ্জয় বিশ্বাস, মনি শংকর আইচ, সজীব বিশ্বাস, প্রাত দাশ, মো. হোসাইন চিশতি ও দেবব্রত সেন স্বপ্নীল।

উচ্চাঙ্গ সংগীতের ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের লক্ষ্য নিয়ে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ প্রতিবছর এই জাতীয় সম্মেলনের আয়োজন করে আসছে। 
এবারের আয়োজনে সংগীতপ্রেমীরা শাস্ত্রীয় সংগীতের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা।

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

39m ago